আমি তো কবি নই, কবিতা লিখি না
লিখতে পারিও না,
শিয়াল কুকুর স্বভাবের
বন মানুষের রচনা লিখি।
নির্লজ্জ মানুষের কথা লিখি,
লজ্জাতেও যাদের লজ্জা নেই।
আমি তো কবি নই,বিপ্লবী পুরুষ
শহীদের রক্ত আমার ধমনীতে
সূর্যের মতো পিতৃপুরুষ
যারা যুদ্ধে গিয়ে ফিরে আসেন না
আমি তাদের কথা লিখি।
আমি তো কবি নই,আমি প্রেমিক পুরুষ
ভাল লাগা ভালবাসার
মুগ্ধময় মুগ্ধতার প্রেমের কথা লিখি।
লিখি ভালবাসার বিশ্বাসের কথা।
আমি তো কবি নই,মিছিলের মানুষ
রাজপথে মিছিলে মিছিলে
আন্দোলন,প্রতিবাদ,শ্লোগান অধিকারের কথা লিখি।
লিখি গনতন্ত্রের কথা।
আমি তো কবি নই,কবিতা লিখি না
লিখতে পারিও না,
লিখি মা মাটি মানচিত্র,স্বদেশ জন্মভূমি,
স্বাধীনতার কথা
লিখি লাল সবুজের ইতিহাস।
Be the first to comment on "আমি তো কবি নই — পলাশ মনোয়ার"