শিরোনাম

মুন্সীগঞ্জে আনন্দ টিভির প্রথম বর্ষপূর্তি

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে পথশিশু, কৃষক ও পরিবার বঞ্চিত এতিম অনাথদের শিশুদের  সাথে মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ১ম (প্রথম) বর্ষপূর্তি অনুষ্ঠান।

 

জেলার মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী এলাকায়, আন-নূর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ভোরের আলো ফুটতে না ফুটতেই আনন্দ টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে শুরু হয় ঘন্টা ব্যাপী পবিত্র কোরান তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় অনুষ্ঠানে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ  জায়েদুল আলম (পিপিএম বার)।

অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাংবাদিক জসীম উদ্দিন দেওয়ান সহ পৌর এলাকার স্থানীয় সকল কাউন্সিলর ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।

 

 

পরে একই দিন সোমবার বেলা সাড়ে ১১ টায় আনন্দ টিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শুভ ঘোষের আয়োজনে একটি বনার্ঢ্য র‌্যালী ও আনন্দ শোভাযাত্রা বের হয়ে। র‌্যালীটি মাদরাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে, পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে আনন্দ টিভির প্রথম বর্ষপূর্তি"

Leave a comment

Your email address will not be published.


*