শিরোনাম

ফলোআপ: অবশেষে শহীদ মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান এমবি স্মৃতি স্তম্ভে গেইট তৈরি

সংবাদ প্রকাশের পর গেইট নির্মাণ

স্টাফ রিপোর্টার: দৈনিক সভ্যতার আলোতে ও আলোকিত মুন্সীগঞ্জ ডটকমে গত ৫ মার্চ     ‘রামপালে শহীদ মুক্তিযুদ্ধা  মুজিবুর রহমান এমবি স্মৃতি সংসদকে অবমাননা’  হেডলাইনে সংবাদ প্রকাশের পর  তার পরিবারের পক্ষ থেকে  শহীদ মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান এমবি স্মৃতি সংসদ স্তম্ভে একটি গেইট তৈরি করা হয়েছে।

 

সংবাদ প্রকাশের পর গেইট নির্মাণ

স্মৃতি সংসদ কমিটির প্রচার সম্পাদক মো: ফরহাদ হোসেন জানান, শহীদ মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান এমবি

স্মৃতি সংসদ স্তম্ভটি রক্ষণাবেক্ষণ না করায় অবমাননা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের জন্য এর মূল ফটক তৈরি করা হয়েছে।

এদিকে গেইট নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী

 

পূর্বে:  মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান এমবি স্মৃতি সংসদ অবমাননার ছবি।।

 

Be the first to comment on "ফলোআপ: অবশেষে শহীদ মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান এমবি স্মৃতি স্তম্ভে গেইট তৈরি"

Leave a comment

Your email address will not be published.


*