স্বাধীনতা তুমি কার?
কেনো আজ বন্দি তুমি ওই রুদ্ধ কারাগারে?
কেনো শোষক তবে বুক ফুলিয়ে রক্ত নেয় শুষে?
কেনো সাম্য আজ ভুলন্ঠিত রাজ্যের কোষাগারে?
কেনো বৃদ্ধ মায়ের আহাজারিতে ভোরের আকাশ কাঁদে?
স্বাধীনতা ……
তুমি স্বৈরাচারী,রাঘব বোয়াল,অত্যাচারীর
স্বার্থবাদী নীতির মাঝে বন্দি!
তুমি কৃত্রিম সুনাম,নামি শিক্ষার সনদধারী
সনদপত্রের সিলমোহরের সনে কর সন্ধি!
স্বাধীনতা তুমি কার?
কেনো অবনীর পরে বাজতে থাকে
আইয়ুবের হুংকার?
কেনো জীবিকার সন্ধানে যুবক করে
নির্ঘুম রাত্রি পার?
কেনো ক্ষমতার জোরে শক্তিবান
অনধিকার করে চর্চা?
কেনো মহাজনের জোরের বলে
কুক্ষিগত হয় গরীবের জমির পর্চা?
স্বাধীনতা …
তুমি সীমার,হায়না,নষ্ট মস্তিষ্কের
মাঝে হয়েছ মিশে একাকার!
তুমি বেওয়ারিশ লাশ,নির্যাতিতার আওয়াজের
তরে পরাজিত স্বাধীকার!
স্বাধীনতা তুমি কার?
কেনো কবিতার পাতায় ছন্দেরা সত্যের
তাল বুনতে পারে না?
কেনো মজলুমের মুখে পীড়নের গাঁথা
সহসাই বলার সাহস জোটে না?
স্বাধীনতা …
তুমি বিধবার কুঞ্চিত ভ্রুর শঙ্কা,
প্রতিটি অনাহুত অপরাধের সংকুচিত ঝংকা!
গোলাবাজি,বারুদবাজি,সন্ত্রাসীর
বুক পকেটে লুকায়িত তব ঝান্ডা!
স্বাধীনতা তুমি কার?
কেনো ন্যায়ের দন্ড ভেঙে ঝুলতে থাকে অবিরত?
কেনো মায়ের ভাষা অপপ্রয়োগে হয় বিভৎস?
কেনো রাজনীতির অনিবার্য সুনীতি আজ রূদ্ধ?
কেনো ধ্বংসের খেলায় সবে রয়েছে ব্যস্ত?
স্বাধীনতা …
তুমি অসাধু নেতার কূটনীতি, জঘন্য মানসিকতার
বিলাস জীবনের চলমান সুর!
তুমি ক্ষমতার গদিতে বসে থাকা ওই
জোঁকরূপী শোষকের লালসার মশগুল!
স্বাধীনতা তুমি কি জনগণের বঞ্চিত অধিকার?
তুমি কি আমজনতার শরীরে ছোড়া বুলেটের প্রহার?
স্বাধীনতা তুমি কার?
ও…দেশ মাতা তুমিইবা কার?
কেনো তোমার তরে জীবন দিয়েও,
কেনো আজ শুনতে অবহেলার হাহাকার!
Be the first to comment on "স্বাধীনতা তুমি কার? — দোলা ইব্রাহিম"