শিরোনাম

সিরাজদিখানে মেননের এমপি পদ বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ

নাজমুল মোল্লা: সংসদে ইসলাম বিদ্বেষী, মাদরাসা শিক্ষা ও আলেম সমাজকে কট্টাক্ষ করে বক্তব্য দেওয়ায় রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিলের দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে খতমে নবুওয়াত সংরক্ষন কমিটি বাংলাদেশ রাজানগর ইউনিয়ন শাখার ব্যানারে এ মিছিল ও সমাবেশ করা হয়।

 

বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মধুপুর হালিমিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার সৈয়দপুর-রাজানগর সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাদরাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর ও  মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মুফতি আবু বকর, মুফতি খলিলুর রহমান, মাওলানা আতাউল্লাহ, মুহাদ্দিছ শহীদুল্লাহ প্রমুখ।

 

Be the first to comment on "সিরাজদিখানে মেননের এমপি পদ বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ"

Leave a comment

Your email address will not be published.


*