মুলার এখন দুই পাতা
খালি বলে নানান কথা
শিক্ষা দিয়ে হয় না কিছু
অহংকার যদি থাকে পিছু।
অল্প ক্ষেত্রে বেশি দেখায়
নানান জায়গায় ব্যাঘাত ঘটায়,
যার আছে অল্প জুড়ি
সে দেখায় সোনার চুরি।
যার আছে ভুরি ভুরি
সে বলে আমার নেই জুড়ি,
যদি রাখো আল্লাহ রঙ্গ
সব হবে তোমার সঙ্গ।
মন দিয়ে প্রেম বিলাই
শিক্ষা দিয়ে আলো ছড়াই
এই ভাবে একটা সোনার বাংলা গড়াই।
Be the first to comment on "অল্প কিছু —- মোঃ শামীম আহমেদ নুর"