শিরোনাম

সিরাজদিখানে অটোরিকশা ও ট্রলির মধ্যে সংঘর্ষে এক যাত্রী নিহত

সিরাজদিখান প্রতিনিধি  : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিন লতব্দী এলাকায় শুক্রবার বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশা ও মালবাহী ট্রলির মধ্যে সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় অটোরিকশার চালকসহ সাতজন আহত হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সিরাজদীখান-কুচিয়ামোড়া সড়কের দক্ষিন লতব্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রী মো. বাচ্চু শেখ (৪০) উপজেলার চন্দনদুল গ্রামের দিলীপ শেখের ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

সিরাজদিখান থানার এসআই মো. মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার খিদিরপুর এলাকা থেকে যাত্রীবোঝাই করে ব্যাটারি চালিত অটোরিকশাটি সিরাজদিখান উপজেলা সদরে যাচ্ছিল। অটোরিকশাটি দক্ষিন লতব্দী এলাকায় পৌছলে বিপরীত মুখী মালবাহী একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে অটোরিকশাটি সড়কের উপর উল্টে গেলে আহত অবস্থায় অটো চালক ও ছয় যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রী মো. বাচ্চু শেখকে ঢাকায় নেওয়ার পথিমধ্যে মারা যান। পুলিশ মালবাহী ট্রলিটি আটক করেছে।

 

Be the first to comment on "সিরাজদিখানে অটোরিকশা ও ট্রলির মধ্যে সংঘর্ষে এক যাত্রী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*