খাঁটি মানুষ যারা
কুমির মারে তারা
নদীর কিনারায় বসে
ভাবনায় ভাবেন তারা।
নামে যাকে মানুষ বলে
সে তো মানুষ নয়
কর্মে যাকে মানুষ বলে
সে তো মানুষ হয়।
মনে মনে আছে ব্যথা
যেজন বুঝে গরীবের কথা
সেজন হলো আসল মানুষ
লোক চক্ষুর অন্তরালে।
যেজন করে পরের কৃপা
আল্লাহ তার হয় গো সেফা।
Be the first to comment on "সত্য মানুষ — মো: শামীম আহমেদ নূর"