শখ করে বক্করে কিনে আনে বাঘছাও
আগে থেকে পালতো সে একপাল ছাগছাও।
ছাগছানা বাঘছানা দুধ খেতে জড়ো হয়
ধীরে ধীরে ছাগনীড়ে বাঘছানা বড় হয়।
ছাগমা’য় দিয়ে যায় অকাতরে দুগ্ধ
বাঘ ছায় খেয়ে যায় হয় না সে ক্ষুব্ধ।
দিন রাতে এক সাথে বাঘ-ছাগ রয়ে যায়
ঘাসপাতা বাঁশপাতা খেয়ে খেয়ে সয়ে যায়।
টলটলে নদী জলে মুখ দেখে বাঘটায়
ফোঁটা ফোঁটা মাথা মোটা মোচ তার নাকটায়।
তুলতুলে হাত খুলে নখগুলো দেখে নেয়
শিকারের কৌশল বেশ করে শিখে নেয়।
বাঘটায় পেকে যায় বেড়ে যায় হাঁকডাক
কথা কাজে পটু সাজে চেহারাটা রাগরাগ।
একে একে দেখে দেখে ছাগদের মেরে খায়
তাই দেখে রেগেমেগে বক্করে তেড়ে যায়।
লাফ দিয়ে ঝাঁপদিয়ে ধরে এক ঝটকায়
অবশেষে মালিকের ঘাড়টাও মটকায়।
[শিক্ষণীয়ঃ শখ করে হিংস্রপ্রাণী পুষতে নেই, তাতে নিজের জীবন বিপন্ন হতে পারে।]
Be the first to comment on "মরণ শখ — আবুজাফর এম ছালেহ্"