শিরোনাম

৭ই মার্চ — রায়না আক্তার

৭ই মার্চ এক কালজয়ী গান বঙ্গবন্ধুর আহ্বান

রেসকোর্স ময়দানে হাজারো জনতার সমুদ্র

একটি স্বাধীন বাংলার আশা জাগরণ

সমৃদ্ধ উচ্চ কন্ঠে রাতকে পরাজয় করে উদিত রৌদ্র।

 

৭ই মার্চ মানে জাতির পিতার স্লোগান –

‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব,এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো”

যেই আহ্বানে দিয়েছে সাড়ে সাত কোটি মানুষের তাজা প্রাণ

যেই ত্যাগে বাংলার মানুষের সাথে মাতৃভূমি জড়ানো।

 

আজ এত বছর পর কোথায় জাতির পিতা কোথায় তার শিক্ষা

সেই বঙ্গবন্ধুর স্বাধীন দেশে পরাধীনতা নীরব ছোঁয়া

বঙ্গবন্ধু কন্যা করছে লড়াই পূরণ করতে বাবার স্বপ্নের দীক্ষা

যেই এখন মুক্তির জয়গান ছিল চিরকাল এখনও আছে তা ধোঁয়া ধোঁয়া।

 

আবার আজ ৭ই মার্চ বাজছে বঙ্গবন্ধুর স্লোগান

মনে পড়ছে সেই আত্মত্যাগী রক্ত দান যুদ্ধ বিসর্জন

এই ভাষণের মানে সবাই জানে আজও

তবে ক জন করছে তা সম্পূর্ণ অর্থে কাজও।

 

Be the first to comment on "৭ই মার্চ — রায়না আক্তার"

Leave a comment

Your email address will not be published.


*