স্টাফ রিপোর্টার: সদর উপজেলার আদারিয়াতলাস্থ দেওয়ানবাড়ির মো: শামসুল হকের প্রতিবন্ধী পুত্র রিপন ২০ বছরেরও আজ পর্যন্ত পায়নি হুইল চেয়ার। তার বাবা দুই ছেলে দুই মেয় সন্তান রিক্সা চালিয়ে কষ্ট জীবনযাপন করে যাচ্ছে। অর্থের অভাবে প্রতিবন্ধী
সন্তানকে একটি হুইল চেয়ারও কিনে দিতে পারেননী। এমনকি সমাজ সেবা অফিস হতেও আজ পর্যন্ত একটি হুইল চেয়ারও পায়নি রিপন। এতে বিছানায় শুয়েই তার সারাদিন কাটে। রিপনের বাবা মো: শামসুল হক জানান, রিক্সা চালিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি, সন্তানকে অর্থের অভাবে আমার ছেলেকে একটি হুইল চেয়ারও কিনে দিতে পারিনী। আমি জেলা প্রশাসনের কাছে আমার সন্তানের জন্য একটি হুইল চেয়ার চাই।
Be the first to comment on "২০ বছরেও হুইল চেয়ার পায়নি প্রতিবন্ধী রিপন"