স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনায় চেতনায় একাত্তরের আয়োজনে নিজস্ব কার্যালয় বিকাবী বাজারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে চেতনায় একাত্তরের সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মোঃ মোহসীন মাখন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, সাবেক কার্যকরি সদস্য হাজি সফিউদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন মুন্সী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ আলী, আঃ বাছিত লাভলু, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহ আলম মৃধা, রকিব মাদবর, সৌরব আহাম্মেদ জনি, মুজাম্মেল হক, আকিব, জুম্মান, উজ্জল সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন দেশরত্নন শেখ হাসিনার উন্নয়নমুলক কর্মকান্ডসমূহ বাস্তবায়নে ওবায়দুল কাদেরের ভূমিকা উল্লেখযোগ্য বর্তমান উন্নয়নেরধারা অব্যাহত রাখার মাধ্যমে দেশ গড়ায় ওবায়দুল কাদেরের সুস্থতা অপরিহার্য আমরা তার আশু রোগমুক্তি কামনা করি। পরবর্তীতে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্য মহান আল্লাহ্ তায়ালার কৃপা কামনা করা হয়, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় নুরপুর মসজিদের পেশ ঈমান মওলানা তোফাজ্জল হোসেন।
Be the first to comment on "ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় চেতনায় একাত্তরের দোয়া মাহফিল"