শিরোনাম

সিরাজদিখানে ডাকাতের মৃত্যুতে আনন্দ মিছিল।। এলাকাবাসীর মিষ্টি বিতরণ

সিরাজদিখান  প্রতিনিধি:  মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সেলিম ডাকাতের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারে এলাকাবাসীর আয়োজনে এ আনন্দ মিছিল করা হয়েছে। এ সময় এলাকাবাসী মিষ্টি বিতরণ করেন।

 

মিছিলে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. হোসেন আলী খান, রাজানগর ইউপি সংরক্ষিত মহিলা সদস্য শিল্পি আক্তার, ইউপি সদস্য মো. আব্দুল মান্নান বেপারী, ইউপি সদস্য তৈয়ব আলী, রাজানগর ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম খান, ছাত্রলীগ আহবায়ক আছেল খান, বাজার কমিটি ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমরান খান, আশরাফ আলী, মোহাম্মদ জনি, আল- আমিন প্রমুখ।

মিছিল শেষে এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের সেলিম ওরফে সেইল্লা ডাকাদের অত্যাচারে সোনাকান্দা ও নদীর এপার সিরাজদিখান থানার রাজানগর এলাকাবাসী অতিষ্ট ছিল। এলাকাবাসী অভিযোগ করে বলেন সেলিম দীর্ঘদিন ধরে নদীপথে ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, মাটি লুটসহ নানা অপকর্মে জড়িত ছিল। সে পুলিশের সাথে গোলাগুলি করে নিহত হয়। তার মৃতুত্যে আমরা এলাকাবাসী এখন স্বস্তির নিঃস্বাস ফেলতে পারছি।

 

উল্লেখ্য, গত ১লা মার্চ সিরাজদিখানের রাজানগর ধলেশ^রী নদীতে ডাকাতি করতে আসলে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সেলিম নিহত হয়। #

 

 

Be the first to comment on "সিরাজদিখানে ডাকাতের মৃত্যুতে আনন্দ মিছিল।। এলাকাবাসীর মিষ্টি বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*