স্টাফ রিপোর্টার : রামপালে হাই স্কুলে বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ হয়েছে। মঙ্গলবার সকালে রামপাল হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা মনসুর আহমেদ কালাম, রামপাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: মোশারফ হোসেন মোল্লা, সাধারন সম্পাদক মো: হাকিম বেপারী, প্রধান শিক্ষক মো: এনামুল হক সাইফুউদ্দিন,
শেখ মনিরুজ্জামান রিপন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক মন্ডলী। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি এড মৃণাল কান্তি দাস এমপি।
Be the first to comment on "রামপালে বার্ষিক ক্রীড়া উৎসব পুরষ্কার বিতরণ"