বেড়া প্রতিনিধি,পাবনা: ঔষধ আইন, ১৯৪০ এর বিধান অনুসারে বেড়া উপজেলার বিভিন্ন ঔষধ বিক্রয়ের দোকান গুলোতে লাইসেন্স, মেয়াদ উত্তীর্ন ঔষধ, বিক্রয় অযোগ্য ঔষধ আছে কিনা সে বিষয়ে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত তল্লাসী চালিয়েছে।
এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে আইন অমান্য করার দায়ে ৫টি ঔষধের দোকান মালিককে সর্বমোট ১৯,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, লাইসেন্স না থাকায়, ডিউটি ডক্টরের ও নার্সের অনুপস্থিতি, ডক্টরের ডিউটি রেজিস্টার, প্যাথলজিক্যাল, বিভিন্ন রকম টেস্টের জন্য নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ্য স্থানে প্রদশর্ণ না করায় বেড়া পৌরসভার অন্তর্গত মৃদুলা জেনারেল হাসপাতালটি সীলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য এর আগে রোগীর পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করে অপারেশন টেবিলে রোগীকে রেখে ডাক্তার পালিয়ে যাওযার ঘটনা ঘটেছে। মৃদুলা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
Be the first to comment on "মোবাইল কোর্টে সিলগালা হলো সেই হাসপাতাল"