স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মু্ক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বর্তমান সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান আনিছ । সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্ণী অফিসার মোহা: হারুন অর রশীদের নিকট মনোনয়ন দাখিল করেন।
এর আগে কাচারী চত্বরে নেত্রকর্মী সাথে মিলিত হন। পরে নেতাকর্মীদের নিয়ে রিটার্নী অফিসারের কার্যালয় যান। এসময় উপস্থিত ছিলেন মু্ন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, আধারা ইউপির চেয়ারম্যান সামছুল কবির মাষ্টার, বাংলা বাজার ইউপির চেয়ারম্যান হাজ্বী সোহরাব হোসেন পীর, মোল্লাকান্দি বর্তমান চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা, সাবেক চেয়ারম্যান হাজী রিপন পাটোয়ারী, মুন্সীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা কাদের মোল্লা, এটিএম.দেলোয়ার হোসেন, এড. এস আর রহমান মিলন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুমি রাজন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ালীগ প্রার্থী আনিছ"