শিরোনাম

সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

 

নাজমুল মোল্লা,সিরাজদিখান : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪র্থ ধাপে ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের সোমবার শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছে প্রার্থীরা। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে মনোনয়নপত্র জমা শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়।

 

সিরাজদিখান উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। চেয়ারম্যান পদে বিকল্প ধারা মনোনিত প্রার্থী বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু, ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম, উপজেলা যুবলীগ আহবায়ক মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, এড. তাহামিনা আক্তার তুহিন ও মেহেরুননেছা জমা দিয়েছেন।

আগামী ৬ মার্চ বাছাই, ১৩ মার্চ প্রত্যাহার ও ১৪ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী। তিনি আরো জানান ৩ টি পদে ৭ জন ফরম কিনেছেন। সেই ৭ জনই আজ  (সোমবার) জমা দিয়েছেন।

 

Be the first to comment on "সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা"

Leave a comment

Your email address will not be published.


*