স্টাফ রিপোর্টার: রামপালে শহীদ শহীদ মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান এমবি স্মৃতি সংসদকে অবমাননা করা হচ্ছে! প্রতিদিনই মুক্তিযুদ্ধে শহীদ দেওসার গ্রামের শ্রেষ্ঠ এই সন্তানের স্মৃতিতে তৈরি স্মৃতি স্তম্ভতে জুতা পায়ে উঠে অবমাননা করা হলেও দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। শহীদ মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান এমবি স্মৃতি সংসদ নামে কমিটি থাকলেও তারা এটি রক্ষণাবেক্ষণ করছে না। স্বাধীনতা দিবস,বিজয় দিবস ও মহান ভাষা দিবসে এই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় না বলে জানিয়েছেন স্থানীয়রা। এর পাশেই রয়েছে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অদূরে রয়েছে রামপাল মহাবিদ্যালয়। স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন সামাজিক কোন্দলের কারণে মুক্তিযুদ্ধে এই শহীদের স্মৃতি স্তম্ভ নির্মাণ হলেও তা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। প্রশাসনের দৃষ্টিতে দ্রুত এটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Be the first to comment on "রামপালে রক্ষণাবেক্ষণ নেই শহীদ মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান এমবি স্মৃতি স্তম্ভ্য"