মুন্সীগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এই আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের ডিআইজি (অব) বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম’র (বার) সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বর্তমান সভাপতি রাসেল মাহমুদ, সদর থানার ওসি আলমগীর হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী।
অনষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার মো রাইয়ান। আয়োজনটিতে বিভিন্ন ঘটনায় নিহত পুলিশের ১০ টি পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনে পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যবর্গ ছাড়াও বিভিন্ন দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যেদের পরিবার অংশ নেন।
আলোচকরা বলেন পুলিশ বাহিনীর যেসব গর্বিত সদস্য নিজের জীবন দিয়ে দেশের সংকট মোকাবেলা করেছেন তাঁদের আত্মত্যাগ পুলিশ বাহিনীর গৌরব বৃদ্ধি করেছে।
জনকন্ঠ
Be the first to comment on "মুন্সীগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে’তে আলোচনা"