শিরোনাম

মুন্সীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

আওয়ামীলীগ মনোনীত প্রার্থীগণ।

মোজাম্মেল হোসেন সজল :  মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার পাঁচটিতেই নৌকার মনোনয়ন পেলেন পুরানো প্রার্থীরা। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় বর্তমান ৪ চেয়ারম্যান এবারও মনোনয়ন পেয়েছেন।

 

আওয়ামীলীগ মনোনীত প্রার্থীগণ।

 

শ্রীনগর উপজেলায় এসেছে নতুন মুখ। এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান রয়েছেন বিএনপির মো. মমিন আলী।

 

গজারিয়া উপজেলায় গতবারের মনোনীত প্রার্থীকে এবারও মনোনয়ন দেয়া হয়েছে। খুন, দখল ও জবরদস্তির কারণে গতবার তিনি জয়ী হতে পারেননি। রক্ত আর লাশের মধ্য দিয়ে এ উপজেলায় জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা।

উপজেলা নির্বাচনে এবার নৌকা প্রতীক পেয়েছেন, মুন্সীগঞ্জ সদরের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছউজ্জামান আনিছ; টঙ্গিবাড়ীতে বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ; লৌহজংয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার; সিরাজদিখানে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ; গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং শ্রীনগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।

—অবজারভার

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা"

Leave a comment

Your email address will not be published.


*