মোজাম্মেল হোসেন সজল : মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার পাঁচটিতেই নৌকার মনোনয়ন পেলেন পুরানো প্রার্থীরা। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় বর্তমান ৪ চেয়ারম্যান এবারও মনোনয়ন পেয়েছেন।
![](https://i0.wp.com/alokitomunshiganj.com/wp-content/uploads/2019/03/IMG_20190303_154451.png?resize=1508%2C848)
আওয়ামীলীগ মনোনীত প্রার্থীগণ।
শ্রীনগর উপজেলায় এসেছে নতুন মুখ। এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান রয়েছেন বিএনপির মো. মমিন আলী।
গজারিয়া উপজেলায় গতবারের মনোনীত প্রার্থীকে এবারও মনোনয়ন দেয়া হয়েছে। খুন, দখল ও জবরদস্তির কারণে গতবার তিনি জয়ী হতে পারেননি। রক্ত আর লাশের মধ্য দিয়ে এ উপজেলায় জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা।
উপজেলা নির্বাচনে এবার নৌকা প্রতীক পেয়েছেন, মুন্সীগঞ্জ সদরের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছউজ্জামান আনিছ; টঙ্গিবাড়ীতে বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ; লৌহজংয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার; সিরাজদিখানে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ; গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং শ্রীনগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।
—অবজারভার
Be the first to comment on "মুন্সীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা"