সিএম তানজিল হাসান : মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি সেলিম হোসেন (৪২) নিহত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদীখান উপজেলার ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুইটি রামদা উদ্ধার করে।
নিহত সেলিম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের আলমাস হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি।
সিরাজদীখান ও টঙ্গীবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘কয়েকজন সহযোগীসহ একাধিক মামলার আসামি সেলিম হোসেন ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে ডাকাতির উদ্দেশে ট্রলারে ঘোরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে সেলিম ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ট্রলারটি ধলেশ্বরী নদীর তীরে নোঙর করে সেলিমের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ‘এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান আক্তার, কনস্টেবল মেহেদি হাসান ও লিয়াকত আলী আহত হন। এ ব্যাপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপার পরে বিস্তারিত জানাবেন।’
Be the first to comment on "মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মামলার আসামি নিহত"