মাহবুব আলম জয় : অতীশ দীপঙ্করের জন্মভূমি বজ্রযোগিনীতে সোমপাড়া ইসলামিয়া বায়তুল আমান জামে মসজিদের সংস্কারের জন্য অর্থের প্রয়োজন। এর আগের এখানে মসজিদটি ছোট ও পুরাতন হওয়ায় বর্তমানে তা ভেঙ্গে নতুন করে সংস্কার কাজ শুরু হলেও অর্থের জন্য কাজটি শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এখানে শ্রীজ্ঞান অতীশ দীঙ্করের জন্ম ভিটা হওয়ায় প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন এবং অনেকে এই মসজিদেই নামাজ আদায় করেন।
সোমপাড়া ইসলামিয়া বায়তুল আমান জামে মসজিদের সভাপতি মো: রুহুল আমিন সবুজ সভ্যতার আলোকে বলেন, এই অঞ্চলে প্রতিদিন অংসখ্য দর্শনার্থী আসেন মসজিদটি দেখেন নামাজ আদায় করেন এটি আধুনিকতার আদলে নির্মাণের জন্য অর্থের প্রয়োজন। ধর্নাঢ্যদের সহায়তা পেলে কাজটি সমাপ্তি করা যাবে।
Be the first to comment on "বজ্রযোগিনীতে মসজিদের সংস্কারে অর্থের প্রয়োজন"