শিরোনাম

নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণ পদক পেলেন ‘দৈনিক সবুজ নিশান’এর সম্পাদক মু.আবুসাঈদ সোহান

স্টাফ রিপোর্টার : সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণ পদক পেলেন ‘দৈনিক সবুজ নিশান’ পত্রিকার সম্পাদক আইনজীবী, সাংবাদিক ও সংগঠক মু.আবুসাঈদ সোহান। ‘বাংলাদেশ গ্রামীন মানবাধিকার সোসাইটি’ ও ‘ত্রাণবন্ধু পরিষদ’ এর যৌথ উদ্যোগে বাংলা ভাষার মাস ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়েছে। পদকটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।

নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণ পদক গ্রহণ করছেন ‘দৈনিক সবুজ নিশান’ পত্রিকার সম্পাদক মু.আবুসাঈদ সোহান।

সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ পল্টনে শিশু কল্যাণ পরিষদের দ্বিতীয় তলায় অডিটরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রানবন্ধু পরিষদের উপদেষ্টা ফরিদ উদ্দিন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক ছিলেন এডিশনাল এসপি স্পেশাল ব্রাঞ্চ এস. এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিষ্টার মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ পঞ্চায়েত পার্টির চেয়ারম্যান রহিম শেখ ও বাংলাদেশ পঞ্চায়েত পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।

অন্যান্য পদকপ্রাপ্তরা হলেন-দেশবরেণ্য কন্ঠশিল্পী মুজিব পরদেশী, গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী সৈয়দ মোতালেব, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার এডিশনাল এসপি এস. এ খালেক, বাংলাদেশ আওয়ামীলীগ এর ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিষ্টার মোঃ কামরুজ্জামান, ভোরের সমাচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাই টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার জি.এম মাসুদ ঢালী,  যুগের চিন্তার সাংবাদিক আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হোসেন, হাজী সবুজ খন্দকার, আনোয়ার হোসেন, উত্তম সাহা, হাজী আনিসুর রহমান, আব্দুস সালাম প্রমুখ। সবশেষে মুজিব পরদেশী সঙ্গীত পরিবেশন করেন। এসময় বিপুল সংখ্যক সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Be the first to comment on "নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণ পদক পেলেন ‘দৈনিক সবুজ নিশান’এর সম্পাদক মু.আবুসাঈদ সোহান"

Leave a comment

Your email address will not be published.


*