ফারুক তুই আসবি বলে
অপেক্ষায় আছি আমি,
কখন তুই এসে বলবি
মা……
মা, মাগো এসেছি আমি।
সেই তো মধ্যরাতে চলে গেলি যুদ্ধে
স্বাধীনতার যুদ্ধে,
দেশ স্বাধীন হলো
আর তো ফিরে এলি না আমার বুকে।
৪৭ বছর কেটে গেলো
অপেক্ষায় আছি আমি আজও।
অনেক সন্তান ফিরে এলো
মায়ের বুকে,
ফারুক তুই আসবি কবে ?
কেউ বলে না রে।
আর কত অপেক্ষায় থাকবো
তোর আসার অপেক্ষায়,
ফিরে আয়
ফিরে আয় ফারুক
আমার শূন্য বুকে……. ।
Be the first to comment on "অপেক্ষায় আছে মা — মো: কামরুজ্জামান"