প্রতিবছরের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি ও সাংবাদিক সালাহউদ্দিন সালমান এর চতুর্থ কাব্যগ্রন্থ “কবিতা বুক ব্যান্ডেজ করে” মেলার প্রথম দিন থেকেই কবিতার বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অনুপ্রাণন প্রকাশন এর ৫৬৫ নং স্টলে। মুন্সীগঞ্জ বিক্রমপুরের সন্তান কবি সালাহউদ্দিন সালমান তার চতুর্থ কাব্যগ্রন্থ “কবিতা বুক ব্যান্ডেজ করে” বইটি সম্পর্কে বলেন‚কবি হিসেবে আমার দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকেই “কবিতা বুক ব্যান্ডেজ করে” কাব্যগ্রন্থটি পাঠকের হাতে তুলে দেওয়া।আমার প্রত্যেকটি কাব্যগ্রন্থই আমার কাছে সেরা‚তবে ইতোমধ্যে এই বইটি আগেরগুলোর পাঠকপ্রিয়তাকে ছাপিয়ে গেছে।
বইটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশনীর স্বত্বাধিকারী আবু এম ইউসুফ জানান‚আমাদের প্রকাশনায় কবি সালাহউদ্দিন সালমান এর এটি দ্বিতীয় কাব্যগ্রন্থ গতবছর তার “পকেট সেলাই করি ছেঁড়া জামার” কাব্যগ্রন্থটির সফলতার পর এবারও আমরা কবির এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেছি। দেশ-বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় ও সাহিত্য সাময়িকীতে কবির প্রচুর লেখা প্রকাশিত হয়েছে এবং সর্বোত্তম সমাদৃত হয়েছে।
সালাহউদ্দিন সালমানের কবিতা মানেই কোলাহল রাজনীতি সমাজের ভালোমন্দ মানুষের প্রেম অপ্রেম প্রেমের পূর্ণতা অপূর্ণতার এক বিশাল বহিঃপ্রকাশ।নানান ভাবধারায় সম্মিলিত তার কবিতাগুলোতে সমকালীন চিত্র কল্পনা ধ্বনি দৃশ্য গন্ধে চারপাশের বিভিন্ন চিত্রই ফুটে উঠেছে বারংবার।
Be the first to comment on "বইমেলায় সালমানের “কবিতা বুক ব্যান্ডেজ করে"