এক ক্লান্তময় অবসর সময়ে বসে আছি
কিছু নেই কেউ নেয় বলার কোন কথা
নিজে নিজেই কল্পনা এঁকে যাচ্ছি
আদিত্য নগর আশ্চর্য জাদুকরী আল্পনা যথা।
আবসরে ধীরে ধীরে হৃদয় যাচ্ছে পুড়ে
নিয়ে আসছে কতশত চিন্তা খুঁড়ে।
এই কারণে নিজেকে ব্যস্ত রেখে
সময়কে গতিশীল করতে হবে কর্ম শাখে।
বৃদ্ধের অবসর সবচেয়ে খারাপ
যদি না থাকে তার নাতিনাতনি করতে আলাপ।
তরুণদের অবসর হৃদয়হনন করে
যদি ঘরে শুয়ে বসে থাকে পরে।
তাই অবসর আসার আগে প্রাণে
সঞ্চিত করো জীবনে শত কার্য শখ মনে।
যাতে সময় পার না করতে হয় গুণে গুণে
ভরে যাক সবার জীবনে সুখ ক্ষণে ক্ষণে।
Be the first to comment on "রায়না আক্তারের কবিতা – অবসর"