স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন মুন্সীগঞ্জ – বিক্রমপুর ছাত্রকল্যান সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় বিশেষ ব্যক্তি বর্গের উপস্থিতির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যেক শিক্ষার্থীর প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এবং সদ্য বিদায়ী সভাপতি এনামুল হক শাকুলের সভাপতিত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ইউনিট ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি মোঃ সাইফুল ইসলাম(সাইফ) এবং সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু হল ইউনিট ছাত্রলীগের সহ সভাপতি রবিউল বাশার পারভেজ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এবং বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক কমিটির সদস্য মো: রফিকুল ইসলাম সুজন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন হল ইউনিট ছাত্রলীগের নেতা কর্মী।
উক্ত সভায় সাধারণ শিক্ষার্থী নতুন গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জ – বিক্রমপুর ছাত্রকল্যান সংগঠনের নতুন কমিটি গঠন"