শিরোনাম

মাহবুব আলম জয় সম্পাদিত মুন্সীগঞ্জের ১৯ কবির বই এসেছে গ্রন্থ মেলায়

স্টাফ রিপোর্টার: তরুণ লেখক ও সাংবাদিক মাহবুব আলম জয়ের সম্পাদিত তৃতীয় কাব্যগ্রন্থ মন আমার একলা আকাশ আজ ২১ ফেব্রুয়ারি বইমেলায় আসছে।

মুন্সীগঞ্জের ১৯ কবির বই মন আমার একলা আকাশ মেলায় এসেছে।

ইতিকথা প্রকাশন প্রকাশিত এই বইটি পাওয়া যাবে ঢাকা বইমেলার   লিটল ম্যাগ চত্ত্বরে বাংলাদেশ কবি পরিষদের স্টলে। বইটিতে লিখেছেন মাহবুব আলম জয়, জেবুন নাহার বেগম, মো: মহিউদ্দিন আল মামুন, মো: আসাদুজ্জামান, পলাশ মনোয়ার,  মো: সাইফুল ইসলাম, মো: আওলাদ হোসেন, মো: আরিফ দেওয়ান, মো: মিজানুর রহমান, রাজ মল্লিক, মোস্তফা আহমেদ, মো: আশরাফুল আলম উজ্জ্বল, এসএম ফয়েজ, রমজান মাহমুদ, রুদ্রেশ্বর  সাইদুর রহমান, দোলা ইব্রাহিম, মো: কামরুজ্জামান, অন্বেষা দে ও আরিফ হোসেন নক্ষত্র প্রমুখ। বইটিততে মুন্সীগঞ্জের ১৯ কবি রয়েছে এবং একজন ১ জামালপুরের। মুন্সীগঞ্জ বইমেলায় আলোর প্রতিমা স্টলে কবিদের যৌথ বই মন আমার একলা আকাশ গ্রন্থ পাওয়া যাবে।

Be the first to comment on "মাহবুব আলম জয় সম্পাদিত মুন্সীগঞ্জের ১৯ কবির বই এসেছে গ্রন্থ মেলায়"

Leave a comment

Your email address will not be published.


*