শিরোনাম

মুন্সীগঞ্জে ১০ গুণী পেলেন শিল্পকলা পদক

 

মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনে   বিশেষ অবদানের জন্য   শিল্পকলা পদক পেয়েছেন ১০ গুণী।  মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি   এই পদক প্রদান করে। এতে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য সৃজনশীল সংগঠক হিসেবে পদক পেয়েছেন অন্বেষণ বিক্রমপুরের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।

 

উজ্জ্বল মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠ স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

 

শিল্পকলা পদক গ্রহণ করছেন মীর নাসিরউদ্দিন উজ্জ্বল

অন্যদের মধ্যে নাট্যকলায় এইচ.কে আলমগীর স্বপন,  চিত্রকলায় সন্তোষ চন্দ্র দাস সেন্টু, আবৃত্তিতে  হোসনে আরা ঝুমুর, কন্ঠ শিল্পী হিসেবে মো: মাহতাব উদ্দিন, নাট্যকলায় মো: নাসিম, কন্ঠ শিল্পী হিসেবে  আ: রহিম মনা, সংগঠক হিসেবে অভিজিৎ দাস ববি, বাদ্যযন্ত্রে কমল ব্যানার্জী, ও সংগীতে মোজাহারুল হকসহ  মোট ১০ জনকে শিল্পকলা পদকে ভূষিত করেন জেলা শিল্পকলা একাডেমি।

 

 

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার, সিভিল সার্জন ডা. মো: হাবিবুর রহমান প্রমুখ। এতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আসমা শাহিনের সভাপতিত্বে  শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোখলেছা হিলালী।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে ১০ গুণী পেলেন শিল্পকলা পদক"

Leave a comment

Your email address will not be published.


*