শরৎ কালে নীল আকাশে
ভাসে সাদা মেঘ
হালকা শিশির থাকে জমে
সবুজ ঘাসের বুকে।
হিমেল হাওয়া বয়ে যায়
শান্ত-স্নিগ্ধ প্রকৃতির মাঝে।
সকাল বেলা সুয্যিমামা
ছড়ায় রোদের আলো
শিউলি ফুলের মাঝে যেন
রেখে যায় সোনার টুকরো।
নদীর তীর কে সাজায় কাশ
অপুরূপ সাজে
সেই কাশে বাসা বাঁধে
চড়ুই,টুনটুনি আর শালিকে।
নদীর বালুচরে
শিশুরা উড়ায় ঘুড়ি
তাদের পদাচরণে
মুখরিত হয় প্রকৃতি।
প্রকৃতিও সৌন্দর্যে মুগ্ধ বাংগালি
তাই তো শরৎ ঋতুরানী।
Be the first to comment on "ঋতুরানী শরৎ — খাদিজা আক্তার"