শিরোনাম

মুন্সীগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

মুন্সীগঞ্জে বইমেলার উদ্বোধন

মো: সাজ্জাদ হোসাইন : মুন্সীগঞ্জে পাঁচ দিনব্যাপী অমর একুশে বইমেলা-২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ মেলা শুরু হয়।

 

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

 

মুন্সীগঞ্জে বইমেলার উদ্বোধন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, নতুন প্রজন্ম বই থেকে অনেক দূরে সরে গেছে। বর্তমান প্রজন্মকে বইমুখী করতে হবে। বইমুখী করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে হবে। তবে, যারা বইয়ের প্রকৃত পাঠক তারা সব সময়ই বই পড়ে। বাড়ির বড়রা বই পড়লে তাদের দেখে ছোটরাও বই পড়বে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: হারুন-অর রশীদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহিন আক্তার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারি ও কালচারাল অফিসার মোখলেছা হিলালী  প্রমুখ।

 

জানা যায়, বইমেলায় মোট ২২টি স্টল আছে। এর মধ্যে সরকারি হরগঙ্গা কলেজ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যাণ্ড কলেজ, কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়, অণ্বেষণ বিক্রমপুর মুন্সীগঞ্জ, কোয়ান্টাম ফাউন্ডেশন, হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরি,  আলোর প্রতিমা,  বহমান-সাহিত্য পত্রিকা, আব্দুল্লাহ আবু সায়ীদ পাঠাভ্যাস কেন্দ্র, প্রথম আলো বন্ধুসভা, আদর্শ লাইব্রেরি স্টলগুলো উল্লেখযোগ্য।

Be the first to comment on "মুন্সীগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু"

Leave a comment

Your email address will not be published.


*