শিরোনাম

মাদকের বিরুদ্ধে শপথ পাঠ

স্টাফ রিপোর্টার,  আলোকিত মুন্সীগঞ্জ :চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই শ্লোগানে সিপাহীপাড়ায়   মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে সোমবার রাতে   সহস্রাধিক  তরুণকে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়েছে। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আমিনুল ইসলাম এই শপথ পাঠ করান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠাগারের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন,  আওয়ামীলীগ নেতা মো: আরিফ হোসেন তালুকদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আই এইচ শান্তনূর, সাংবাদিক ও মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ আহমেদ সবুজ, মো সিলভার, মো: সুইটেক্স,মো: হাবিব প্রমুখ।

 

এ সময় উপস্থিত সবাই মাদক বিরোধী শপথে অংশ নেন এবং মাদককে রা বলার অঙ্গীকার করেন।

 

 

 

Be the first to comment on "মাদকের বিরুদ্ধে শপথ পাঠ"

Leave a comment

Your email address will not be published.


*