আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: খ্যাতিমান প্রবাসী লেখক মুন্সীগঞ্জের জুয়েল আহসান কামরুলের দুটি বই অমর একুশে গ্রন্থমেলায় (২০১৯) প্রকাশ হয়েছে। শিখা প্রকাশনী হতে প্রকাশ হয়েছে ‘নাতনীর কাছে দাদির চিঠি’ ও বইপত্র প্রকাশনী হতে প্রকাশ হয়েছে ‘জাপানে ভালো ভূত মন্দ ভূত’। ইতিমধ্যে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন মুন্সীগঞ্জ জেলার এই কৃতি সন্তান ।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের সন্তান জুয়েল আহসান কামরুল । এছাড়াও তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে – “আমার সন্তানকে কোলে নিয়ে” (কবিতা), “ইম্পসিবল ইজ নাথিং” (গল্প), “এঞ্জেলার সান্নিধ্যে” (রোমান্টিক উপন্যাস), “সহস্র অন্ধকার পেরিয়ে” (মুক্তিযুদ্ধ ও এক গ্রাম্য কন্যার জীবনসংগ্রামের উপন্যাস), “দেশে বিদেশে” (জীবনের অভিজ্ঞতার গল্পকথা); উপন্যাস- “দুর্দম্য কৈশোর” ও বাল্টিক সাগরের নীলাভ জ্যোৎস্না। এটি ইউরোপের “ফিনল্যান্ড ও এস্তোনিয়া”র প্রেক্ষাপটে রচিত একটি সম্পূর্ণ অন্যরকম রোমান্টিক উপন্যাস।
আলোকিত মুন্সীগঞ্জকে তিনি বলেন, আমৃত্যু সৃজনশীল সামাজিক কর্মকান্ড করে যেতে চাই। সাহিত্য চর্চায় নিবেদিত থাকতে চাই। ভালো লেখা উপহার দিতে চাই পাঠকদের। তার বইগুলো প্রশংসিত হয়। প্রবাসী এই লেখক বর্তমানে দেশেই অবস্থান করছেন।
Be the first to comment on "গ্রন্থমেলায় এলো লেখক জুয়েল আহ্সান কামরুলের ২টি বই"