মুন্সীগঞ্জের সদর উপজেলার মহাকালী ইউনিয়নে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নৌ-ডাকাতি সহ ৬টি মামলার আসামী হুমায়ন বেপারী নিহত হয়েছে । আজ রবিবার(১৭ফেব্রুয়ারী) রাত দুইটায় বাগেশ্বর এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থল থেকে ১টি পিস্তল, ৩রাউন্ড গুলি ও ১টি ছোরা উদ্ধার করেছে। নিহত হুমায়ন উপজেলার বাংলাবাজার ইউনিউনের কালির চর এলাকার মোহন বেপারীর পুত্র। এর আগে শনিবার রাত ১০টায় সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ছিলো বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, রাত ১০টায় মুক্তারপুর থেকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড় টায় অস্ত্র উদ্ধার অভিযানে বাগেশ্বর এলাকায় গেলে সেখানে আগে উৎপেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলগুলি সংঘঠিত হয়। পরে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে পরে থাকা হুমায়নের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে । লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নৌ-ডাকাতি সহ ৬মামলার আসমী হুমায়নের লাশ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডেস্ক রিপোর্ট
Be the first to comment on "মুন্সীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নৌ-ডাকাত নিহত"