স্টাফ রিপোর্টার: ১৫ই ফেব্রুয়ারী শুক্রবার মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীনের জেষ্ঠ্য কন্যা সামরীন সোহানা ইসলাম এর নবম জম্মদিন যথাযথ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।
জম্মদিন উপলক্ষে মেয়র শহিদুল ইসলাম শাহীন নিজ বাসভবনে এক দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করে।
এতে যোগ দেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড.মৃণাল কান্তি দাস,সিনিয়র ডি.আই.জি(পলিটিক্যাল) মাহাবুব হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো: আনিছউজ্জামান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফসারউদ্দিন ভুইয়া, সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাষ্টার, শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাইদুর রহমান,রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি বাচ্চু শেখ সহ সমাজের বিভিন্নস্তরের বিশিষ্টজনেরা।
মেয়র শহিদুল ইসলাম শাহীন সস্ত্রীক অতিথীবৃন্দকে স্বাগত জানান এবং সকলের সাথে কুশল বিনিময় করেন। দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে সকল মেহমানরা মেয়র কন্যার দীর্ঘজীবন ও জীবনের সফলতা কামনা করেন। মেয়র কন্যা সামরীনের জম্মদিনের কেক কাটার পর মেয়র মহোদয় মেজবানদের নিয়ে ডিনারে যোগ দেন। পরবর্তীতে আতশবাজীর প্রদর্শনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেজবানদের নিয়ে উপভোগ করেন।
Be the first to comment on "মিরকাদিম পৌর মেয়র কন্যা সামরীনের জম্মদিন"