স্টাফ রিপোর্টার: রামপালের পূর্বদেওসার গ্রামের মরহুম আলী হোসেন হাওলাদারের স্ত্রী রহিমা বেগম (৮৭) আর নেই। তিনি বুধবার দুপুর ২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… । মরহুম আলী হোসেন হাওলাদার আট পুত্র ও চার কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব রামপাল হাই স্কুল মাঠে তার জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় এনায়েত আলী মাদবর কবরস্থানে দাফন হয়েছে।
তার জানাজা নামাজ অংশ নেয় সংগঠক মাহফুজুর রহমান ফরহাদ, পূর্বদেওসার পঞ্চায়েত কমিটির সভাপতি মো: ফারুক ঢালী, সিনিয়র শিক্ষক মো: শহিদুল্লাহ মানিক, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন আল মামুন, মো: ইসলাম হাওলাদার, মো: রোমান দেওয়ান, মুফতি মাহদি হাসান সিদ্দিকী ও মাওলানা মো: সারোয়ার হোসেন সহ স্থানীয় ব্যক্তি বর্গ।রহিমা খাতুন রামপাল গনপাঠাগারের জমিদাতা ছিলেন।তার জন্য পরিবারের পক্ষ হতে তার মাগফেরাতের জন্য দোয়া চাওয়া হয়েছ।
Be the first to comment on "শোক সংবাদ : রামপালের রহিমা বেগম আর নেই"