আজ ভোরের শিশির আর হালকা কুয়াশায়,
তাকিয়ে আছে শুধু তোমারি ভরসায়।
কেননা আজ তোমার শুভ জন্মদিন!
সকালের পাখিরা ডেকে বলে আমি একটু ঋণ,
শুভ হোক তোমার জন্মদিন।
আজ ঝরে যাওয়া ঝরা পাতা,
কাছে এসে বলে কথা।
আজ তোমার শুভ জন্মদিন,
শুভ হোক সুখের হোক এই
মধুর সুরে বাজে বীণ।
ক্লান্ত দুপুরের শীতল হাওয়া,
বলল হেসে পূরণ হোক তোমার সকল চওয়া।
সূর্য্য ডুবিয়া গোধূলি রাতকে জানায় স্বাগতম,
সন্ধ্যার পর হবে তোমার অতিথিদের আগমন।
জোৎস্না ভরা তারা জ্বলবে,
দিবে তোমায় আলো,
অতিথিদের মাঝে তুমি থাকো ভালো।
আঁধার রাত্রি এসে বলল-
সামরীন ভূবন করে দিলা রঙিন।
আমাদের মাঝে,
তুমিই সকল সাঁঝে ।
মা বাবার মুখ,
তুমিই সকল সুখ।
শুভেচ্ছা তোমার জন্মদিনে।
।।সামরীন সোহানা ইসলামের জন্মদিনে কবিতাটি লিখেছেন হাসিনা আক্তার।
Be the first to comment on "তুমিই সকাল সাঁঝে"