মো: আবু সাঈদ : ইয়াং টাইগারস জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ( ২০১৯) চ্যাম্পিয়ন হয়েছে মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়। এতে মঙ্গলবার রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার নেন্টার মাঠে রানার্স আপ. হয়েছে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়। প্রথমে টসে জিতে মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় প্রথম ফিল্ডিং করেন। মুন্সীগঞ্জ স্কুল প্রথমে ব্যাট করে ২২.৩ ওভারে ১০ উইকেটে ১০৪ রান করে জবাবে মিরকাদিম স্কুল ৩০. ২ ওভারে ৮ উইকেটে ১০৬ রানের টার্গেটে পৌচ্ছে যায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ পরিচালক এস এম শফিক। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি মো: মহসিন মাখন, রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টারের সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান শরীফ, মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
স্কুল ভিত্তিক এই খেলার পৃষ্ঠপোষকতা করে প্রাইম ব্যাংক।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ইয়াং টাইগারস জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট"