মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক মোজাম্মেল হোসেন সজলের জন্মদিন পালিত হয়েছে। সোমবার রাতে প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান জেলায় কর্মরত সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর, আরটিভির জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ শিমুল, ইটিভির মুহাম্মদ সাইফুর রহমান, দৈনিক আজকালের খবরের আনমনা আনোয়ার, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের চাকলাদার মোঃ তানজিল হাসান, ডেইলি সানের মাসুদুর রহমান, বাংলানিউজ টুয়েন্টিফোরের সাজ্জাদ হোসেন, চ্যানেল টুয়েন্টিফোরের ফটোসাংবাদিক রাজিব বাবু, ডিবিসির ফটোসাংবাদিক সাকিব আহম্মেদ। সাংবাদিক সজল দীর্ঘ ২৬ বছর যাবৎ সফলতার সাথে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন।
ডিবিসি নিউজ, দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি এবং মানবজমিন পত্রিকার মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে বর্তমানে কর্মরত আছেন। এছাড়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনবার দায়িত্ব পালন করেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সজলের জন্মদিন পালিত"