শিরোনাম

কবি পলাশ মনোয়ারের কবিতা — দু:খু মিয়া

 

আমাদের  পূর্ব পুরুষ

সূর্য পুরুষ    দুখু   মিঞা,

তোমার   বুকের    ভেতর    জমাট

আলোকিত   অগ্নি   উল্কার

প্রতিবাদী    বিপ্লবী    চেতনা।

বুকের    অন্য    পাশে    ছিল

ভাললাগা    ভালবাসার    প্রেমময়তা

ভালবাসার   মুগ্ধতা ,

প্রেমিক    পুরুষ

প্রেমের      শিউলী    প্রভাত

প্রেমের    অগ্নিবীণা।

হে    আমাদের   দুখু    মিঞা

তোমার    বুকের   ভেতর   ছিল

খুব    ভেতরে

খুব    গভীরে    গূপ্তধণ ,

পেয়েছি   তার    সৌরভীত    সৌরভ ।

তোমার    বিদ্রোহী    কবিতা   কথা    বলে

কথা    বলে    জীবনের   কথা

অধিকারের     কথা ,

কথা   বলে

দিনের     দিন লিপির   কথা

ভালবাসা

বিশ্বাস

মুগ্ধতার   কথা   বলে ।

মসজিদের   পাশে   ঘুমিয়ে   আছ

ময়াজিনের   আজান    শূনে

ঘুম   ভাঙ্গে    তোমার ,

অবসর    পেলেই    ছুটে     যাই

তোমার     কাছে

তোমার     পাশে ।

তুমি   আমার    অহংকার

আমি    গর্বিত,

আমি    তোমারই    বংশধর

তোমারই    সন্তান।

 

Be the first to comment on "কবি পলাশ মনোয়ারের কবিতা — দু:খু মিয়া"

Leave a comment

Your email address will not be published.


*