কতদিন হলো খোলা আকাশ দেখিনা
জ্বলমলে আলো গায়ে লাগেনা
জোছনার নীল রং মাখিনা,
জোনাকিও মিটিমিটি আলো জ্বলে না।
শহরের ইট-পাথরের দেয়ালে
ছোটঘরে জীবনের দীর্ঘশ্বাস খেলে।
জানালার ছোট ফাঁকে দেখিনাকো
মুক্ত দিগন্তকে, শান্ত প্রকৃতিকে।
ঝরে যাওয়া পাতার ঝাঁকে
উঁকি দেয়না শীত গরমের ফাঁকে।
চলে যায় কাঙ্খিত বসন্ত মাস
দেখা হয়ে উঠে না ফুলের রাশ।
সন্ধ্যায় বৃষ্টি স্নান শহর ছলছল করে
তবুও বর্ষার স্বাদ নেওয়া হয়না পরে।
সাদা মেঘের বেলায় চলে যাওয়া শরৎতে-
বাধা ওই গলিতে মন চায় কাশফুল উড়াতে।
হেমন্তের বাতায়নে আমন্ত্রণ জানায়
গ্রামে পিঠা পায়েসের থালা সাজায়।
নতুন ধানে যখন গ্রাম বাংলার উৎসব
শহর তখন কোলাহলে জানেনা এসব।
খোলা আকাশের প্রস্তাবনা হারিয়ে
জীবন চলে যায় স্বাধীনতা ছাড়িয়ে।
গড়ে উঠা ধীরগতির ব্যস্ততায়
সতেজ মন ছেয়ে যায় বিষন্নতায়।
Be the first to comment on "খোলা আকাশের প্রস্তাবনা — রায়না আক্তার"