শিরোনাম

রামপালে হাজী আব্দুল বারেক দালালের ১৫ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া

স্টাফ রিপোর্টার:   রামপালের খানকা দালালপাড়া নিবাসী সমাজ সেবক প্রয়াত হাজী আব্দুল বারেক দালালের  ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ হয়েছে। শুক্রবার বাদ জুম্মা খানকা দালালপাড়া জামে মসজিদে এই দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মো: আবু তাহের দালাল, প্রয়াত আব্দুল বারেক দালালের পুত্র আলী আহমেদ বিটু দালাল ও মো: সিদ্দিক দালাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

Be the first to comment on "রামপালে হাজী আব্দুল বারেক দালালের ১৫ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া"

Leave a comment

Your email address will not be published.


*