ডেস্ক রিপোর্ট:মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে মাথা,দুই পা,এক হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ বিহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪ টায় শহরের উপকন্ঠ মুক্তারপুরের মালিরপাথর এলাকার ধলেশ্বরী নদীর তীর থেকে এই অর্ধ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,বিভিন্ন অঙ্গ বিহীন মরদেহটি নদীতে ভাসমান দেখে পুলিশকে খবর দেয়া হয় পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়ায় অজ্ঞাত পুরুষের মরদেহটির মাথা,দুটি পা,একটি হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ নেই। তবে কি কারনে বা কি ভাবে এর মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং এর পরিচয়ও পাওয়া যায়নি। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যু কারন জানা যাবে।
Be the first to comment on "মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে বিভিন্ন অঙ্গ বিহীন মরদেহ উদ্ধার"