স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাঁসাড়া কালীকিশোর স্কুল এন্ড কলেজের ১০ ম শ্রেণি শিক্ষার্থীরা ‘মধুমতি’ নামে নদী বিষয়ক বিশেষ দেয়ালিকা প্রকাশ করে করেছে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানটিতে এই দেয়ালিকা মোড়ক উন্মোচন করা হয়। ইছামতি সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের সংগঠক রমজান মাহমুদের সঞ্চালনায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আব্দুল বারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ মাওলানা রুহুল আমিন, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, নুর মোহাম্মদ তালুকদার, দিপালী শিকদারসহ প্রমুখ।
উল্লেখ্য এ প্রতিষ্ঠানে এর আগেও নদীর নামে ইছামতি, রজতরেখা, কাজলরেখা, মেঘনা, ধানসিঁড়ি ও সর্বশেষ মধুমতি নামে দেয়ালিকা প্রকাশিত হয়। মোড়ক উন্মোচন শেষে শিক্ষার্থীদের মাধ্য থেকে কবিতা, গদ্য ও চিত্রাংকনে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
Be the first to comment on "‘মধুমতি’ দেয়ালিকার মোড়ক উম্মোচন"