রানা মাসুদ,আলোকিত মুন্সীগঞ্জ : মিরকাদিমের রিকাবী বাজার পৌর রোড এলাকায় অগ্নিকান্ডে ৮ টি দোকানে পুড়ে ভষ্মিভূত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় বৈদ্যুতিক লাইন থেকে লেপতোষকের দোকান হতে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহায়তায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মো: আবু ইউসুফ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসি পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকান্ডে ওর্য়াকশপের দোকান, লেপতোষকের দোকান ও ফার্নিচারে দোকান সহ ৮ টি দোকান ভষ্মিভূত হয়।
পুড়ে যাওয়া ওয়ার্কশপ ও ফার্নিচার দোকানের মালিক মো: আওলাদ হোসেন বলেন, হঠাৎ লেপতোষকের দোকান হতে আগুনের সূত্রপাত ঘটলে মুহুর্তে আগুনের লেলিহান অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পরে। অগ্নিকান্ড আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ও মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আমিনুল ইসলাম প্রমুখ।
Be the first to comment on "মিরকাদিমে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই"