স্টাফ রিপোর্টার: সিরাজদিখানে হয়ে গেলো একাদশ বিসিএস ব্যাচের বার্ষিক বনভোজন। এতে সকলে পরিবার নিয়ে অংশ গ্রহণ করেন। বনভোজনে ভিন্নতা যুক্ত করে সাংস্কৃতিক অনু্ষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন একাদশ বিসিএস ফোরামের সভাপতি মোঃ মেজবাহ উদ্দীন, একাদশ বিসিএস ব্যাচের সদস্যবৃন্দ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক উপসচিব মোহাম্মদ হারুন অর রশিদ সহ অন্যান্যরা।

একাদশ বিসিএস ফোরাম আয়োজিত সাংস্কৃতিক অনু্ষ্ঠানে সংগীত পরিবেশন করছেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান যুগ্ম সচিব মু. শুকুর আলী এর কন্যা রোদসী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে প্রশংসা কুঁড়ায় একাদশ বিসিএস ব্যাচের সদস্য যুগ্ম সচিব মু: শুকুর আলী এর কন্যা রোদসী। মু: শুকুর আলী মুন্সীগঞ্জ জেলার কৃতি সন্তান।
রোদসীর মাতা জিনাত নাজনীন জানান, রোদসী ছায়ানট হতে নজরুল সংগীতের উপর কোর্স সম্পন্ন করেছেন। রোদসী সকলের নিকট দোয়া প্রার্থী।
Be the first to comment on "একাদশ বিসিএস কর্মকর্তাদের বনভোজনে সংগীত পরিবেশন করলেন রোদসী"