স্টাফ রিপোর্টার : সদরের রামপালের পশ্চিম কাজী কসবা গ্রামে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে এন্ড হসপিটাল লিমিটেডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন ৭ শতাধিক রোগী। শুক্রবার ( ২৫ জানুয়ারি) সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প হয়।
রামপালের কাজী কসবা গ্রামের কৃতিন সন্তান ও হাসপাতালটির চিফ অপারেটিং অফিসার ব্রেইন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান ( রন্টি) ৮ সদস্যের একটি চিকিৎসক টিম নিয়ে এ অঞ্চলের মানুষের মধ্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন।
এতে ফ্রি হার্ট ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রামপাল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ বাচ্চু শেখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, শেখ মনিরুজ্জামান রিপন সহ অন্যান্যরা। আয়োজক সংগঠনটি হতে এর আগেও রামপালে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
এসময় ডা. নাজমুল হাসান রন্টি বলেন, আমার বাবার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে এলাকার মানুষদের সেবা করি। সপ্তাহে অনন্ত একদিন হলেও যেন আমি স্থানীয় মানুষদের মাঝে আসি। তাদের সেবা করি। আমার বাবার কথা ও মরহুম ডা. সিরাজুল ইসলাম স্যারের কথা সব সময় মনে পড়ে । তারা মানুষের জন্য কিছু করার চেষ্টা করে গেছেন।
তিনি বলেন, আমাদের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রুবাইয়াত ইসলাম মন্টি স্যার সব সময় গরীব, অসহায় ও দুস্থ মানুষের জন্য স্থাপিত এ ক্যাম্প তত্ত্বাধান করেছেন। আমাদের দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ অঞ্চলের মানুষ একটু হলেও উপকৃত হয়েছে।
তিনি আরো বলেন, আপনারা জানেন এ ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন এন্ড সিনিয়র কনসালটেন্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরউদ্দিন মো: জাহাঙ্গীর, ব্রেইন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি, শিশুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রোজিনা আখতার এবং গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. বেবি আক্তার আগত রোগীদের সেবা প্রদান করেন। পাশাপাশি হাসপাতালটির মেডিকেল অফিসারদের একটি টিম রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
Be the first to comment on "রামপালে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৭শ রোগী"