স্টাফ রিপোর্টার: সদরের প্রাণকেন্দ্র সিপাহীপাড়ায় শুরু হচ্ছে অংকন বিদ্যালয়। শিল্পচর্চা বিকাশে ‘মুন্সীগঞ্জ চিত্রশালা একাডেমি’ নামে এই বিদ্যালয়টির কার্যক্রম ফেব্রুয়ারি ২ তারিখ থেকে শুরু হচ্ছে বলে জানান বিদ্যালয়টির প্রশিক্ষক মো: ইখতিয়ারউদ্দিন মিথুন।
মুন্সীগঞ্জ চিত্রশালা একাডেমির পরিচালক মাহবুব আলম জয় জানান, শিক্ষার্থীদের ক্লাসে অংকন বিষয় থাকলেও বিদ্যালয়গগুলোতে প্রশিক্ষক নেই। দূরে যেয়ে শিখতে নানান সমস্যা হয় অনেকের।সেই কথা চিন্তা করে সিপাহীপাড়াতে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
এতে বিশেষ শিশুদের জন্য ভর্তি ফ্রি করেছে প্রতিষ্ঠানটি।
Be the first to comment on "সিপাহীপাড়ায় শুরু হচ্ছে অংকন বিদ্যালয়"