মো: আশরাফুল আলম উজ্জ্বল : জেলার অন্যতম বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে বৃহস্পতিবার দুপুরে ইন্ডেভারের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পর্বে ১শ’ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ইন্ডেভারের সভাপতি মোঃ আতিকুল ইসলাম সুমিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর নাসিমা আহমেদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তুহিন কুমার মুখার্জী এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মুন্সী সিরাজুল হক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন মাওলানা আজাহার হোসেন। এ সময় আবদুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরেফিন আবিদের সঞ্চালনায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্য ছাড়া বক্তৃতা রাখেন হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর বিপন, আইসিটি বিভাগের প্রভাষক আশরাফুল ইসলাম মিশু, সংগঠনটির সহ-সভাপতি শওকত আলী মৃধা, পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের তুষার। ইন্ডেভারের স্বপ্নদ্রষ্টা মুন্সী সিরাজুল হক তার বক্তব্যে শিক্ষার্থীদের আহবান করে তারাও যেনো “ইন্ডেভার বা প্রচেষ্টার মাধ্যমে জাতির ভবিষ্যৎ হিসেবে নিজেদের গড়ে তুলে। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম, সাংগঠনিক সম্পাদক শেখ মো: ফরিদ, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল, সদস্য পাপড়ি, অন্যন্যা, আনিকা, নাহিদ, লাভলু রারী, সৃজন, সাইফুল, ইয়াসিন, নজরুল প্রমুখ। সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে গড়ে ওঠা অরাজনৈতিক দাতব্য এই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ইন্ডেভারের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ"