৩ বছরেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি
স্টাফ রিপোর্টার: সদরের অন্যতম এলাকা মিরকাদিম পৌরসভা। পৌর এলাকা হওয়ায় জেলা গুরুত্বপূৃৃর্ণ এলাকা এটি। এখানে যুবলীগের কোন কমিটি না থাকলেও ছাত্রলীগের কমিটি অনেকে চাঙ্গা। তরুণদের মধ্যে অনেকেই ছাত্রলীগ করছেন। তবে এর মধ্যে অনেকেই রয়েছেন কর্মি হিসেবে। ২০১৫ সালের মে মাসে মিরকাদিম পৌর ছাত্রলীগের কমিটি হয়। এতে সভাপতি হন খালিদ মোহাম্মদ রকি ও সাধারন সম্পাদক হয় মো: সাগর। সাড়ে ৩ বছর পেরিয়ে গেলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। তবে খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালিদ মোহাম্মদ রকি বলেন,যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাদেরকে মূল্যায়ন করা হবে। ক্লিন ইমেজের কর্মিদের নিয়ে পূর্ণনাম কমিটি গঠন করা হবে।
Be the first to comment on "মিরকাদিমে ছাত্রলীগের হালচাল"